ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলমডাঙ্গায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক , সোমবার, ১০ নভেম্বর, ২০২৫






                                        
                                       

চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলমডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গার হাজী মোড়স্ত টিলু ওস্তাদের চাতালে উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতাকর্মীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম।

এসময় তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তবে ৩ নভেম্বর ঘোষিত সম্ভাব্য তালিকায় চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি। আমরা চাই এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জননেতা শামসুজ্জামান দুদুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক। তিনি জনপ্রিয়, যোগ্য ও ত্যাগী নেতা তার নেতৃত্বে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।

আমরা সবাই ধানের শীষের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকবো, অন্য কোনো প্রতীকের পক্ষে কাজ করা যাবে না। স্বাধীনতা বিরোধীরা নানা কৌশলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আমাদের সতর্ক থাকতে হবে। দল ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে আমরা একযোগে কাজ করবো, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন। জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, সম্পাদক ও নেতাকর্মিদের মধ্যে মঈনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চান্দ আলী, বিল্লাল হোসেন, মঈন উদ্দিন, ডা.মনিয়ার মালিতা, রফি মেম্বার, জহুরুল বিশ^াস, হাসিবুল, ওয়াহেদ, আব্দুল মজিদ, শরিফুল ইসলাস, আসলাম হক, হ্যাবা, মবিরুল ইসলাম, আব্দুল লতিফ, সাহিবুল হক সটু, মামুন অর রশিদ মামুন, বাবু, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান, রাশেদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুইট, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলেল যুগ্ম আহবরহিদুল ইসলাম রহিত, শরিফুল ইসলাম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবদল নেতা মিলন, সালাম, আতিয়ার, জাহাঙ্গীর, আব্দুস সালাম, হাসিবুল, হয়রত, ফিরোজ, ময়েন আলী, গনতন্ত্র পরিষদের চপল, হিমেল প্রমুখ।