
দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার নিয়ে কাজ করা সাবেক দুদক পরিচালক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামানকে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছিল কেন্দ্রীয় ব্যাংক । যার প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকাজ থেকে প্রত্যাহার করে তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল । সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাঁকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলেও জানানো হয়েছিল।