
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে থাকেন প্রায়ই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন ও লাইফস্টাইল নিয়ে নেটিজেনদের তীব্র আলোচনা-সমালোচনা হয়। তবে এসব সমালোচনার মাঝে গতকাল একটি গুরুত্বপূর্ণ মন্তব্যে তিনি স্পষ্ট করলেন, পরিচয় গোপন রেখে বা ফেক অ্যাকাউন্ট থেকে করা সমালোচনাকে তিনি গুরুত্ব দেন না।
সম্প্রতি এক সংবাদমাধ্যামে মুখোমুখি হয়েছিলেন আশনা হাবিব ভাবনা। সেখানে তিনি বলেন, “ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্ট থাকে, যারা লুকিয়ে লুকিয়ে কোনো নাম বা পরিচয় না দিয়ে বিভিন্ন মন্তব্য করে। তাদের লেখার বিষয়টি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। আমি তাদের কথায় বেশিদিন মনোযোগ দিই না।”
অভিনেত্রী আরও উল্লেখ করেন, “যারা নিজেদের পরিচয় গোপন রেখে পিছনের আড়ালে থেকে সমালোচনা করেন, তাদের মতামত আমার কাছে গুরুতর নয়। আমি সবসময় সৎ ও স্বচ্ছ মানুষদের কথা শুনি, যারা নিজের পরিচয় নিয়ে কথা বলে।”
আশনা হাবিব ভাবনার এই বক্তব্য সামাজিক মাধ্যমে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতা ও স্পষ্ট ভাষার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবনের আলোচনায় তার অতিরিক্ত মনোযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে যা-ই হোক, ভাবনার বক্তব্য স্পষ্ট যে, তিনি গোপনীয়তা বজায় রেখে করা অবৈধ সমালোচনার বিরুদ্ধে।
এই প্রসঙ্গে মনে রাখা জরুরি, বর্তমান ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও, এ ধরনের গোপনীয়তা ও ফেক আইডি থেকে আক্রমণ ন্যায্য নয় বলে অনেকেই মনে করেন। পরিচয় প্রকাশ করে দৃষ্টিভঙ্গি ও মতামত প্রদান করলে তা হয়ত অনেক বেশি গঠনমূলক ও সম্মানজনক হবে।
আশনা হাবিব ভাবনা