টস জিতে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫






                                        
                                       

এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। বিশ্বকাপজয়ী দল দুটির জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে যারা জিতবে তাদের সামনে ফাইনালে খেলার সুযোগ থাকবে।

কারণ দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। সুপার ফোরের প্রথম ব্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

সুপার ফোরের আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

তিন বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। দুবাইয়ে অনুষ্ঠিত আসরের ফাইনালে বাবর আজমদের ২৩ রানে হারিয়ে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়েছিল।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

  • এশিয়া কাপ ক্রিকেট