ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচাতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান প্রোটিয়া তারকা ডেওয়াল্ড ব্রেভিস।
মাত্র ৫৬ বল মোকাবেলা করে ১২টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১২৫ রানের ঝলমলে ইনিংস ব্রেভিস। তার ব্যাটিং তাণ্ডবের ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ২১৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে এছাড়া ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ট্রিস্টান স্টাবস। ১৩ বলে ১৮ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। ১০ বলে ১৪ রান করেন আরেক ওপেনার রায়ান রিকেল্টন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে সর্বনিম্ন ২৪ রানে ২ উইকেট নেন বেন দ্বারশুইস। ৪ ওভারে ৪৪ রানে ২ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ ওভারে সর্বোচ্চ ৫৬ রান খরচ করে ১ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড।
সিরিজের প্রথম ম্যাচে ১৭৮ রান করে ১৭ রানের জয়ে ১-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।