একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদন , রবিবার, ২০ জুলাই, ২০২৫






                                        
                                       

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে লড়বে জুনিয়ররা। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

চ্যাম্পিয়নশিপের ড্র ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আজ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাত সদস্য দেশই অংশ নিচ্ছে এই বয়সভিত্তিক আসরে।

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাত দলের আসর। ২০২৪-এ টুর্নামেন্টটির আগের আসরের ফলাফল অনুযায়ী সাজানো হয় ড্রয়ের পট। স্বাগতিক হিসেবে প্রথম পটে ভারতের সঙ্গে ছিল লঙ্কানরা।

ড্রয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে উঠে আসে শ্রীলঙ্কা ও ‘বি গ্রুপের প্রথম দল ভারত। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সাফ অনূর্ধ্ব-২০নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ তোলেন ড্রয়ের পট। এর মধ্যে বাংলাদেশের কোচ পিটার বাটলার প্রথমে তোলেন বাংলাদেশের নাম।

নেপালের কোচ পট থেকে ‘এ’ গ্রুপ তুললে শ্রীলঙ্কার গ্রুপে যায় লাল সবুজের দল। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দী ভারতের গ্রুপে চলে যায় পাকিস্তান। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল আসে ‘এ’ গ্রুপে আর ভুটান যায় ‘বি’তে। সবশেষ পটে থাকে মালদ্বীপ। পট থেকে তোলা হয় ‘বি’। এতে চার দলে পরিনত হয় গ্রুপটি। বাংলাদেশের গ্রুপে থাকে তিনটি দল।

‘এ’ গ্রুপে ম্যাচ হবে তিনটি। ‘বি’ গ্রুপে চারটি দল থাকায় ম্যাচ হবে ছয়টি। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে। ২৭ সেপ্টেম্বর আসরটির ফাইনাল।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer