এবারও মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫






                                        
                                       

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলের সব সূচকে এবারও মেয়েরা এগিয়ে। দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি পাশ করেছে ৩ দশমিক ৭৯ শতাংশ। আর ছাত্রদের চেয়ে ৮ হাজার ২০০ ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ও ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। সারা দেশের মোট তিন হাজার ৭১৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফল থেকে জানা যায়, গতবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটি কমেছে। এবার পাশের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ-৫ এক লাখ ৩৯ হাজার ৩২ জন। তার মধ্যে ছাত্রীদের পাশের হার ৭১.০৩ শতাংশ ও ছাত্রদের পাশের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে মেয়েরা।

বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাশের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। তার মধ্যে ছাত্রদের পাশের হার ছিল ৮৭ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ছিল ৮৬ দশমিক ৬৪ শতাংশ। এরপর থেকে প্রতিবছর পাশের হারে এগিয়ে ছাত্রীরা। গত বছর পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৩ মে পরীক্ষা শেষ হয়।

  • এসএসসি পরীক্ষার ফল ২০২৫