দাগনভূঞায় স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক , বুধবার, ৯ জুলাই, ২০২৫






                                        
                                       

দাগনভূঞায় স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর পর্যন্ত ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাব ও উজানের পানিতে ভাসছে দাগনভূঞার বিভিন্ন জনপদ। বিশেষভাবে দাগনভূঞার নিম্নাঞ্চল সিন্দুর ইউনিয়নের কৌশল্যা, কৈকারী, মরীফপুর, বারিকান্দি, সাদেকপুর, কোরবানপুর, রাজাপুর ইউনিয়নের রাজাপুর ঘোনা, জায়লস্কর ইউনিয়ন, মাত্রভুঞা ইউনিয়ন ও দাগনভূঞা ইউনিয়নের জগতপুর গ্রাম, ইয়াকুবপুর ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। নিচু এলাকার দোকানপাট, বাসা বাড়িতেও  ঢুকছে পানি।

দাগনভূঞা দাদনা খালের পানি বাধাগ্রস্ত হচ্ছে তালতলী মিনি স্লুইস গেটে।

জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মজিবুর রহমান যুগান্তরকে জানান, সোমবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত বিগত বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে রেকর্ড করা হয় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত।

অপরদিকে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, ভারি বৃষ্টি পাতের কারণে দাগনভূঞার ছোট ফেনী নদী, কাটাখালী, দত্তের খাল ও দাদনাখালের পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। বিভিন্ন ইউনিয়নে উপজেলার প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

  • ফেনী
  • বৃষ্টির খবর