মেক্সিকোয় মেয়রকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ১৬ জুন, ২০২৫






                                        
                                       

ক্ষিণ মেক্সিকোর এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৫ জুন) তার কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওক্সাকা রাজ্যের সান মাতেও পিনাস শহরে চার ব্যক্তি মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে তাকে এবং অন্য এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে রাজ্য পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, ওয়াক্সাকা রাজ্যের সান মাতেও পিনাসের টাউন হলে মোটরসাইকেলে করে এসেছিল হামলাকারীরা। নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে তারা মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে পড়ে। এরপর তাকে এবং আরেক কর্মকর্তা এলি গার্সিয়াকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন: ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রাজ্যের প্রসিকিউটরের অফিস বলছে, তারা এই হামলার ঘটনা তদন্ত করছে। ওই এলাকায় সেনা এবং ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে।

গত কয়েক বছরে বিভিন্ন অপরাধী সংস্থার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মেক্সিকোর বহু কর্মকর্তা। বিশেষ করে যেসব এলাকায় শক্তিশালী মাদক গ্যাংগুলো সক্রিয় সেখানে এসব ঘটনা বেশি ঘটছে।

সাম্প্রতিক সময়ে রাজধানী মেক্সিকো সিটিতে সহিংসতা ছড়িয়ে পড়ছে। এক মাস আগেই সেখানে মেয়র ক্লারা ব্রুগাদার দুই ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করা হয়।

  • দক্ষিণ মেক্সিকো
  • হত্যা