দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
এদিন চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া একের পর এক ইসরাইলি হামলায় গাজাজুড়ে এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।