ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক , রবিবার, ৪ মে, ২০২৫






                                        
                                       

অন্যতম বৃহৎ বন্দরনগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইসফাহানের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। রোববার ইরানের মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে।

মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি ৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুন্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

এর চারদিন পর ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। ৩০ এপ্রিল সকালের এ ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।

  • ইরান
  • ইসফাহান
  • বন্দর আব্বাস
  • বিস্ফোরণ
  • মাশহাদ