চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার বার্সেলোনা ও ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছে। যদিও বার্সার তরুন তুর্কি লামিন ইয়ামাল আবারো নিজেকে নতুনভাবে প্রমান করেছেন।
ইতালিয়ান জায়ান্টরা মার্কোস থুরাম ও ডেনজেল ডামফ্রাইসের গোলে দুই গোলের লিড নিয়েছিল। কিন্তু অপ্রতিরোধ্য ইয়ামালকে তারা সামাল দিতে পারেনি। দারুন দক্ষতায় ইয়ামালের পা থেকেই বার্সেলোনার প্রথম গোলটি আসে। এরপর পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ফেরান তোরেস সমতা ফিরিয়েছেন। ডামফ্রাইসের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে গিয়েছিল ইন্টার। কিন্তু ৬৫ মিনিটে গোলরক্ষক ইয়ান সোমারের আত্মঘাতি গোলে ইন্টারের লিড শেষ পর্যন্ত আর থাকেনি।
রাফিনহার জোড়ালো শটে সোমার আত্মঘাতি গোলের লজ্জায় পড়েন। ম্যাচ শেষে রাফিনহা বলেছেন, ‘তাদেরকে এতগুলো গোলের সুযোগ করে দেয়া মোটেই ঠিক হয়নি। কিন্তু একইসাথে আমাদের ইন্টারকে কৃতিত্ব দিতেই হবে। তারা খুবই ভাল খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এমন একটি ম্যাচ শেষ পর্যন্ত রক্ষা করেছি যে ম্যাচে সম্ভাব্য সব কিছুই হতে পারতো।
ঘরোয়া আসরে টানা তিন ম্যাচে পরাজিত ইন্টারের সামনে ট্রেবল জয় এখন অনেকটাই নড়বড়ে। তা সত্তেও কাল কাতালান সফরে নিজেদের কোনভাবেই পিছিয়ে রাখেনি ইতালিয়ান জায়ান্টরা। ম্যাচে জোড়া গোল করা ডামফ্রাইস বলেছেন, ‘টানা তিন পরাজয়ে আমরা আজ সত্যিকারের ইন্টারকে দেখতে পেয়েছি। আমরা হৃদয় দিয়ে খেলেছি। আমি সত্যিই গর্বিত।’
উরুর ইনজুরি কাটিয়ে থুরামের ফিট হবার জন্য মরিয়া হয়ে ছিল ইন্টার। কেন তাকে প্রয়োজন প্রতি মুহূর্তেই তার প্রমান দিয়েছেন থুরাম। মাত্র ৩০ সেকেন্টে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন থুরাম। ডাচ তারকা ডামফ্রাইসের লো ক্রসে ফরাসি স্ট্রাইকার থুরাম ব্যাক হিলে দারুন ফিনিশিংয়ে বল জালে জড়ান। কোয়াড্রাপল স্বপ্নে বিভোর বার্সেলোনা অবশ্য দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয়। একের পর এক আক্রমনে তারা ইন্টারের রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। অলিম্পিক স্টেডিয়ামের সমর্থকরা এই যাত্রায় তাদেরকে সহযোগিতা করেছে। বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলতে নামা ইয়ামাল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে ইন্টার দ্বিতীয় গোল পায়। ফ্র্যান্সেসকো আকারবির কর্ণার থেকে ডামফ্রাইস দুর্দান্ত এক্রোবেটিক ভঙ্গিমায় ব্যবধান দ্বিগুন করেন।
গত কয়েক বছরে এই পরিস্থিতিতে বার্সেলোনা অনেকবারই পিছিয়ে পড়েছিল। কিন্তু হান্সি ফ্লিকের তরুণ দলটি হার মানতে নারাজ। ২০১৫ সালের পর এখনো পর্যন্ত ইউরোপীয়ান শিরোপা না পাওয়া বার্সেলোনাকে এগিয়ে নেবার জন্য একঝাঁক তরুণই যথেষ্ঠ। এই তালিকায় বার্সেলোনার ত্রাতার ভূমিকায় বরাবরের মতই আবারো দেখা গেছে ইয়ামালকে। ২৪ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে সেমিফাইনালে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্কোরশিটে নাম লিখিয়েছেন স্প্যানিশ এই টিনএজার। ৩৮ মিনিটে রাফিনহার সহায়তায় তোরেস পোস্টের খুব কাছে থেকে বার্সাকে সমতায় ফেরান। বিরতির ঠিক আগে জুলেস কুন্ডের ইনজুরি বার্সাকে দু:শ্চিন্তায় ফেলেছে। ইন্টার অধিনায়ক লটারো মার্টিনেজও বিরতির পর আর মাঠে নামতে পারেননি।
৬৩ মিনিটে আরো একটি কর্ণার থেকে ডামফ্রাইসের হেডে আবারো এগিয়ে যায় ইন্টার। দুই মিনিটের মধ্যে অবশ্য সমতায় ফিরে স্বাগতিকরা। কর্ণার থেকে রাফিনহার শট ক্রসবারে লেগে ফিরে আসার সময় সোমারের পিঠে লেগে জালে জড়ায়।
আগামী মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ।