বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫






                                        
                                       

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’) দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস নামে পাকিস্তান ‘এ’ দলটি। দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন উমর গুল।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচের জন্যও দু’টি পৃথক-পৃথক পাকিস্তান শাহিনস দল ঘোষণা করেছে পিসিবি।

১৪-১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

১৪ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দবেন শাদাব খান। কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন থাকবেন মনসুর আমজাদ।

এদিকে, ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ ফেব্রুয়ারির প্রস্তুতি  ম্যাচে পাকিস্তান শাহিনসের  অধিনায়কত্ব করবেন মোহাম্মদ হুরাইরা। কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকবেন ইজাজ আহমেদ জুনিয়র।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনস দল : মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মোকিম এবং উসামা মীর।

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান শাহিনস দল : শাদাব খান (অধিনায়ক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, হুসেন তালাত, জাহানদাদ খান, কাশিফ আলী, মহসিন রিয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির খান, মুহাম্মদ আখলাক, মুহাম্মদ ইমরান রনধাওয়াা এবং মুহাম্মদ ইরফান খান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিনস দল : মোহাম্মদ হুরায়রা (অধিনায়ক), আমাদ বাট, ফয়সাল আকরাম, হাসান নওয়াজ, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, মুহাম্মদ গাজী ঘোরি, নিয়াজ খান, কাসিম আকরাম এবং সাদ খান।

ম্যাচের সূচি:

১৪ ফেব্রুয়ারি : পাকিস্তান শাহিনস প্রতিপক্ষ আফগানিস্তান, গাদ্দাফি স্টেডিয়াম

১৭ ফেব্রুয়ারি : পাকিস্তান শাহিনস প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল স্টেডিয়াম করাচি

১৭ ফেব্রুয়ারি : পাকিস্তান শাহিনস প্রতিপক্ষ বাংলাদেশ, আইসিসি ক্রিকেট একাডেমি

উল্লেখ্য, সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।