শুভ জন্মদিন আমেনা আক্তার লিজা

নিজস্ব প্রতিবেদক , শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫






                                        
                                       

দৈনিক কাগজের পত্রিকা ডাইরেক্টর আমেনা আক্তার লিজা আজ জন্মদিন। শুভ জন্মদিন মেডাম, এই দিনে তিনি পরিবারের মুখে হাসি ফুটিয়ে জন্ম নেন এবং পরিবারের ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।

আমেনা আক্তার লিজা জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলা দাউদকান্দি। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তারা তিন বোন ও এক ভাই। বাবা পেশায় একজন চাকুরিজীবি এবং মা গৃহীনি। জন্মের পর তার শৈশব থেকে শুরু করে ঢাকায় বসবাস করেন।

ছোট থেকে তিনি অনেক চঞ্চল ও মেধাবী। তার পড়াশোনা ও বেড়ে উঠা ঢাকায় আভিজাত এলাকায়। তিনি পড়াশোনা শেষ করে দৈনিক কাগজের পত্রিকার হাল ধরেন এবং তার মেধা ও শক্তি দিয়ে তিনি হাটিহাটি পা পা করে দৈনিক কাগজের পত্রিকা অগ্রসর করছেন। কাগজের পত্রিকার তার গুরুত্ব অনেক। কারণ তার জন্ম না হলে এই কাগজের পত্রিকার জন্ম হত না। দৈনিক কাগজের পত্রিকা শ্রম ও মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

দেশ ও বিদেশ থেকে সকল সাংবাদিক বিন্দু তার জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হাজারও ব্যস্ততার মধ্যে দিয়ে কেক কেটে ছোট পরিসরে জন্মদিন পালন করেন। এবং তিনি বলেন সামনে বছরে দেশের সকল সাংবাদিকদের নিয়ে এই দিনটি উদযাপন করবেন। এবং বিদেশে যে সকল দৈনিক কাগজের পত্রিকা সাংবাদিক আছেন তারা কেক কেটে উদযাপন করেছেন। এবং দেশের কিছু কিছু এলাকায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

তিনি বলেন, কাগজের পত্রিকা সামনের দিকে অগ্রসর করতে দেশের মানুষ যেনো পাশে থাকে। এবং সঠিক ও বনিষ্ঠর সাথে সংবাদপত্র সংগ্রহ ও প্রচার করবেন। দেশের মানুষের জন্য যেন সঠিক বনিষ্ঠ সংবাদপত্র পাঠ করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে দেশের জন্য কাজ করে যাবেন।