অবশেষে সাড়ে ৫ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) বিক্ষোভরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা সাত দিনের আল্টিমেটাম দিয়ে সরে গেলে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

চার দফা দাবিতে বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। এর আগে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন । বেলা ১ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান। সেখানে তারা বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ সচিবালয়ে আলোচনায় ওনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসবো।

শিক্ষার্থীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্য নিরসনে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রায় সাড়ে তিন মাস ধরে কর্মসূচি পালন করে আসছেন তারা। সারা দেশে আন্দোলন করেও কোনো আশ্বাস না পাওয়ায় চার দফা দাবিতে শাহবাগে এসে জড়ো হন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। শাহবাগে দুটি বড় হাসপাতাল রয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি ছিল অনেক। এই সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী রাস্তা, সচিবালয় থেকে শাহবাগ ও কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রাস্তায় তীব্র যানজট দেখা যায়।