দীর্ঘদিন একাকী কাটানোর পর গত ৪ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। জীবনসঙ্গী হিসেবে বেছে নেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। এমন খবরের পর থেকেই সামাজিক মাধ্যম দখল করে নেন এই জুটি।
এ জুটি নিয়ে ভক্তদের মধ্যেও ছিল নানা কৌতূহল। কেমন করে পরিচয় হলো দু’জনের। কবে কখন প্রেমে পড়লেন। কে কাকে আগে ভালোবাসার কথা জানালেন। এখন বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন দু’জনে; তা নিয়েও ভক্তদের কৌতূহল ছিল। অবশেষে সেই কৌতূহল দূর করেছেন তাহসান-রোজা দম্পতি। হানিমুনের উদ্দেশে সকালে দেশ ছেড়েছেন দু’জনে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রোজা ও তাহসান। এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার নতুন জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।
এদিকে তাহসান বিয়ে করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি। বিয়ের দু’দিনের মাথায় শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তিনি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। সোমবার (৬ জানুয়ারি) অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে গানটি।
এদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে গান প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে ও নতুন স্ত্রী প্রসঙ্গে কথা বলেন তাহসান। এ সময় তিনি বলেন, আমি বিয়ে করেছি, সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি, এতটুকুই (হাসতে হাসতে)। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে, তার এ নিয়ে আর কিছুই বলার নেই।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি এবং খুবই সুখী। তারকা হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পাচ্ছি, এ নিয়ে খুবই আনন্দিত আমি। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে সবকিছুতেই একটু বেশি নেগেটিভিটি, একটু বেশিই চর্চা হয়। সবই কাটতির জন্য, এর জন্য কাউকে দোষ দেব না। আমার কাজ গান করে যাওয়া, গান উপহার দেয়া।
তাহসান বলেন, পারসোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে, যেগুলো ক্যামেরার সামনে বলা রুচিশীল না। আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি―যেটা আমাদের খুব পারসোনাল ব্যাপার।