স্থানীয় কাঁচামালে এস আলমের ৯ কারখানা খুললেও শুরু হয়নি উৎপাদন

নিজস্ব প্রতিবেদন , বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫






                                        
                                       

টানা আটদিন বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে উৎপাদনে ফিরছে এস আলম গ্রুপের নয় কারখানা। বুধবার গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক নোটিসের মাধ্যমে বন্ধ কারখানার ইনচার্জদের বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ফের উৎপাদনে যেতে বলা হয়েছে। এর আগে বুধবার থেকে বন্ধ নয় কারখানা খুলে দেওয়া হয়।

গত ২৪ ডিসেম্বর আকস্মিকভাবে এস আলম গ্রুপের নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিসে কারখানা বন্ধের কারণ উল্লেখ না করলেও পরবর্তীতে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানা বন্ধ করা হয়েছে। সে সময় ফরেন এলসি বন্ধ থাকায় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হয়নি বলে তারা জানান।

তবে এক সপ্তাহের ব্যবধানে নয় কারখানায় কাঁচামাল কোথা থেকে এলো এই প্রশ্নের জবাবে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সমকালকে বলেন, ফরেন এলসি বন্ধ থাকায় বিদেশ থেকে কাঁচামাল এখনও আমদানি করা যাচ্ছে না। আমরা আজ পর্যন্ত অনুমোদন পাইনি। এই মুহূর্তে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাজারের কাঁচামাল দিয়েই আপাতত কারখানা চালু করা হচ্ছে।

এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন বলেন, কারখানা বন্ধের খবরে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আমরা স্থানীয় বাজারের ওপর নির্ভর করেই উৎপাদনে ফিরছি।