ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর অকালমৃত্যুর ২৯ বছর পর, তার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার পর প্রথমবার সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি মামলার সঙ্গে তার নাম জড়ানোর অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলেই খণ্ডন করেছেন।
সালমান শাহ ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে শাবনূরের সঙ্গে প্রায় ১৪টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর অকাল মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শাবনূর গভীরভাবে শোকাহত হন।
সম্প্রতি আদালতের নির্দেশে রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানা পুলিশকে। এ বিষয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, “আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।”
শাবনূর আরও বলেন, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা এবং তার অকালমৃত্যু তাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তিনি বলেন, “সালমানের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার হোক। যে-ই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এটি আমার একান্ত দাবি।”
শাবনূর আজ সোমবার এক পোস্টে সালমান শাহর মায়ের আহাজারির বেদনা অনুভব করার কথাও জানিয়েছেন এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন। সালমান শাহের মৃত্যুর রহস্য আজও আলোচনার বিষয়; তার প্রতি শাবনূরের এই স্পষ্ট অবস্থান অনেকের জন্যই আশ্বাস হিসেবে বিবেচিত হচ্ছে।