সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি; খায়রুল বাসার

বিনোদন ডেস্ক , শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫






                                        
                                       

ভিনেতা খায়রুল বাসার সামজিক মাধ্যমে বরাবরই সক্রিয় তিনি। নানা সময় কথা বলেন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার তিনি দেশের বর্তমান রাজনীতি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। যা নজর কেড়েছে তার অনুসারীদের।

সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি : খায়রুল বাসার

অভিনেতা খায়রুল বাসার। ছবি : সংগৃহীত

খায়রুল বাসার তার পোস্টের শুরুতেই লিখেছেন, ‘এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল , ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পিছনে নাচি মরি কাটাকাটি করি! দলাদলি করে মরেন আপনাকে নিয়ে রাজনীতি হবে, হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!’

এরপর তিনি আরও লিখেছেন, ‘দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ বা একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সাংবাদিক হিসেবে মরেন আপনাকে নিয়ে কারও হুঁশিয়ারি নেই! কেউ বলে না মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না….।’

এরপর সব শেষ তিনি লিখেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…।’

  • খায়রুল বাশার
  • ফেসবুক