শাহবাগে সরকারি কর্মচারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক , শুক্রবার, ১৬ মে, ২০২৫






                                        
                                       

৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে পে-কমিশন গঠন এবং কর্মচারীদের ৭ দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে দাবিনামা উপস্থাপন করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব মো. ছালজার রহমান। বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সমন্বয়ক ও সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার।
এ ছাড়া আরও বক্তব্য দেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক ও সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজের সমন্বয়ক ও সভাপতি মো. আনিসুর রহমান, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের সমন্বয়ক ও আহ্বায়ক মো. আমিনুর রহমানসহ সংগঠনগুলো অন্যান্য নেতারা।
সংগঠনের ৭ দফা দাবি মধ্যে রয়েছে, অবিলম্বে পে-কমিশন গঠন করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং এর পূর্ব পর্যন্ত ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে। সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরের সমপদগুলোর পদবি এবং গ্রেড সমন্বয় করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। প্রত্যাহারকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করে গ্রাচুইটির হার ১০০% নির্ধারণ এবং পেনশন সুবিধা চালু করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সব ভাতা পুনঃনির্ধারণ ও রেশনিং চালু করতে হবে। প্রাথমিক শিক্ষকদের রায় বাস্তবায়ন, আউটসোর্সিং বাতিল ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টসহ সব পদে পদোন্নতি বা উচ্চতর গ্রেড এবং টেকনিক্যাল পদে টেকনিক্যাল মর্যাদা দিতে হবে। ২০০৮ সালের বৈষম্যমূলক আদেশ বাতিল করে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের সুযোগ দিতে হবে।
  • পে-কমিশন
  • পে-স্কেল
  • সরকারি কর্মচারী