শাকিল-রিজওয়ানের লড়াইয়ের পরও অল্পতেই শেষ পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

মুলতানে কুয়াশাচ্ছন্ন দিনে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে পাকিস্তান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানে ৪ টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ধুকতে থাকা পাকিস্তানকে টেনে তুলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান জুটি। দিনের বাকি অংশে আর উইকেটে আঘাত আসতে দেননি দুজনে। পাকিস্তান দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ১৪৩ রানে।

দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিলেন এই দু’জন। তাতে বড় সংগ্রহের আভাস মিলছিল। এরপর হঠাৎ ছন্দপতন। দলীয় ১৮৭ রানে এই দু’জনের ১৪০ রানের জুটি ভাঙলে তাসের ঘরের মতো ধস নামে পাকিস্তানের উইকেটে। পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে।

এদিন ব্যাট করতে নেমে সকালটা ভালোই কাটাচ্ছিলেন আগের দিনের সেট হওয়া রিজওয়ান-শাকিল। সেঞ্চুরির ঘ্রাণ পেতে শুরু করেন এই জুটি। তবে হঠাৎই ছন্দপতন। ৮৪ রানে থাকা শাকিলকে সাজঘরের পথ দেখান কেভিন সিনক্লেয়ার। এরপর উইকেটে এসে টিকতে পারেননি আঘা সালমান। এরপর নোমান আলীও ফিরে যান রানের খাতা না খুলেই।

এই ধাক্কা আর সামান দিতে পারেননি রিজওয়ান। তিনি ফেরেন ৭১ রান করে। এরপর সাজিদ খান শেষ দিকে ১৮ রান করলে পাকিস্তানের ইনিংস থামে ২৩০ রানে। যেখানে ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন জেডন সিলস ও জোমেল ওয়ারিকান।