লেস্টার সিটিতে নতুন কোচ, দলে হামজার ভবিষ্যৎ আলোচনায়

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ১৬ জুলাই, ২০২৫






                                        
                                       

মোটাদাগে ব্যর্থ হয়েছিলেন রুড ফন নিস্টেলরয়। লেস্টার সিটিও তাকে ধরে রাখেনি। চাকরিচ্যুত হয়েছিলেন ডাচ কিংবদন্তি। চ্যাম্পিয়নশশিপে নামা লেস্টার অবশ্য নতুন কোচ পেয়েছে। নিস্টেলরয়কে বরখাস্তের তিন সপ্তাহের মাঝে মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে সিটি।

মঙ্গলবার স্প্যানিয়ার্ডকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার। হামজা চৌধুরীদের কোচ হিসেবে মার্তি থাকবেন ৩ বছর। তার সহকারী হিসেবে থাকবেন জাভি কালম।

গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন শঙ্কা থেকে রক্ষা করেন। শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে আনেন ১৮তম স্থানে। এরপরই নজরে আসেন লেস্টারের।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika