একটা সময় ছিল অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত টালিউডের সুখী দম্পতি। পাওয়ার কাপল হিসাবে বেশ সুনাম ছিল তাদের। কিন্তু আজ তাদের পথ আলাদা। যিশু টালিউডের সঙ্গে বলিউডেও সমানতালে সিনেমা করে যাচ্ছেন। চারদিকে তার বিচরণ। মুম্বাই যেন এ অভিনেতার ঘরবাড়ি হয়ে গেছে। একটা সময় নিজেকে কয়েক মাস গুটিয়ে নেন যিশু। যদিও এখন তিনি স্বমহিমায় ফিরেছেন। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা গেছে তাকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারেও হাজির হচ্ছেন যিশু।
অন্যদিকে দুই মেয়েকে নিয়ে সামলে উঠেছেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা। দীর্ঘ ঝক্কিঝামেলা সামলে এবার স্বাভাবিক হয়ে ফিরছেন তিনি। আজ অভিনেত্রীর জীবনে একটা সুখের দিন। সামাজিকমাধ্যমে শেয়ার করে নিলেন সেই সুখবর। তবে দুই মেয়ে ছাড়া যে কোনো কিছুই সম্ভব ছিল না, তা অকপটে জানালেন টালিপাড়ার এ প্রযোজক।
গত সোমবার (৭জুলাই) নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক ‘দাদামণি’র সম্প্রচার শুরু হয়েছে। যদিও এর আগে যিশুর সঙ্গে বিচ্ছেদের সময় ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি। জানা গেছে, সেখানে যিশুও সহ-প্রযোজক হিসেবে ছিলেন। এবার অবশ্য একেবারে ‘একলা চলো রে’ নীতি নিলেন নীলাঞ্জনা।
আর মায়ের এই প্রথম পদক্ষেপের সঙ্গে রয়েছেন দুই কন্যা সারা ও জারা। নীলাঞ্জনা যে পারবেন সেই আস্থা জুগিয়েছেন দুই মেয়েই। অভিনেত্রী বলেন, আমার নতুন শোর সম্প্রচার শুরু হয়েছে। অবশ্যই চিন্তায় উদ্বেগে ছিলাম। আমার প্রত্যেক দিনের এই উৎকণ্ঠা সহ্য করেছে ওরা। সারা আমাকে আলিঙ্গন বদ্ধ করে নেয়। আমি যে করতে পেরেছি তাতেই গর্বিত। অন্যদিকে জারার স্নেহের চুম্বন। শুধু তাই নয়, দুই মেয়ে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। মনোবল বাড়িয়ে দিয়েছে ওরা।