মোশাররফ করিম একের পর এক চমক দিয়ে আসছেন দর্শকদের

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

বর্তমানে নাটকের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন। বছর কয়েক আগেও তিনি ছিলেন কমেডি অভিনেতাদের তালিকার শীর্ষে। তাকে নিয়ে নির্মাতারা কমেডির বাইরে কিছুই যেন ভাবতে পারতেন না। অভিনেতাও এসব চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছিলেন।

তবে একটা সময় পর উপলব্ধি করলেন, নিজেকে ভাঙতে হবে। কথামতো শুরুও করলেন। আর পেয়েছেন সাফল্যও। গত তিন বছর এ অভিনেতাকে ভার্সেটাইল চরিত্রে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বছর দুয়েক আগে একটি ভৌতিক চরিত্রে অভিনয় করেছিলেন। কিছুদিন আগেই খবর দিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো ভৌতিক গল্প নিয়ে আসছেন তিনি।

এবার জানা গেছে সেই ‘২ষ’ নামে ওয়েব সিরিজটির মুক্তির তারিখ। চার পর্বের এ সিরিজটি প্রথম পর্ব মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। সিরিজটির ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন নির্মাতা নুহাশ হুমায়ুন। এটি ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন হিসাবে আসছে। এর আগে ২০২২ সালে প্রথম সিজন মুক্তি পেলে বেশ সাড়া ফেলে বলে জানান নির্মাতা।

এ প্রসঙ্গে নুহাশ বলেন, “নতুন সিজন অন্যরকম ভাবনা থেকে তৈরি। ‘ভয়’ শব্দটা বললেই ভূত-প্রেত বা অশরীরী একটা কিছুর কথা মনে পড়ে। কিন্তু ভয় শুধু কী ভূত-প্রেতেই হয়? মানুষের ভয় তৈরি হয় আরও অনেক কিছুতেই, সময়ের সঙ্গে ভয় হতে থাকে নানারকম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় আর দূরের কিছু নয়, যেন জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়।

এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ।” সিরিজটির চার পর্বের নাম যথারীতি ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি পর্বেই রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। মোশাররফ করিমকে দেখা যাবে ‘ভাগ্য ভালো’ নামের পর্বে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এর গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে গড়ে উঠেছে। এ সিরিজটির প্রতিটি পর্বেই ভিন্ন গল্পে ভিন্ন একটা বিষয়কে তুলে আনার এক চেষ্টা ছিল নির্মাতার। প্রত্যেকটি পর্বের নামের মধ্যেই এর বিশেষত্ব আছে।’