মেসিকাণ্ডে শুভশ্রীর সমর্থনে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫






                                        
                                       

কলকাতার যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের পর, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনা বলেন, শুভশ্রী একজন শিল্পী এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি নিজে থেকে সেখানে যাননি। রচনা মনে করেন, এই ঘটনায় শুভশ্রীকে অকারণে বলির পাঁঠা বানানো হচ্ছে। কারণ, তিনি কেবল একজন আমন্ত্রিত অতিথি ছিলেন।
রচনা জানান, কাতার বিশ্বকাপে তিনি মেসির খেলা দেখেছেন, তাই তার ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে দেখা করার কোনো আগ্রহ নেই। তবে যারা প্রথমবার মেসিকে দেখার আশা করেছিলেন, তাদের সেই আশা পূরণ না হওয়ায় তিনি দুঃখিত।
এই ঘটনা আবারও প্রমাণ করে যে, যেকোনো অনুষ্ঠানে শিল্পীদের উপস্থিতি এবং তাদের সম্মান রক্ষা করা জরুরি।
  • লিওনেল মেসি