ধর্ম যার যার, মানবতা সবার। এই বাক্যকেই যেন বাস্তবে রূপ দিলেন রাজধানীর মিরপুর ৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের এক তরুণ সদস্য সুমন।
সম্প্রতি মিরপুর বাউনিয়াবাদ এলাকায় নিজ অর্থে কেনা একটি রিকশা গ্যারেজের জমি হিন্দু সম্প্রদায়ের মন্দির নির্মাণের জন্য স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন তিনি।
এই মহৎ কাজে অনুপ্রেরণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, ঢাকা-১৬ আসনের আমিনুল হক। তার অনুরোধে গ্যারেজের জমিটি মন্দির নির্মাণের জন্য ছেড়ে দেন সুমন। প্রশংসা স্বরূপ আমিনুল হক সুমনের হাতে তুলে দেন ৫০ হাজার টাকা।
এই মহান উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমিনুল ভাইয়ের পক্ষ থেকে সুমনকে ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়েছে। সুমনের এই ত্যাগ ও দৃষ্টান্ত আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতির অন্যতম উদাহরণ হয়ে থাকবে। সে প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম নিয়ে আমাদের সমাজে কোন ভেদাভেদ নাই।
সুমন বলেন, আমি স্ব-ইচ্ছায় এই জায়গাটি হিন্দু ভাইদের জন্য ছেড়ে দিচ্ছি। আমি অনেক খুশি এই জন্য যে ঢাকা-১৬ আসনের আমিনুল হক ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা বাংলাদেশে শান্তিতে আছি। সুমন ভাইয়ের মতো মানুষের জন্য আমরা কৃতজ্ঞ। আমিনুল ভাইয়ের এই সহযোগিতায় আমরা অভিভূত।
মিরপুর ৫ নং ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরাও বলেন, আমিনুল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং সে প্রমাণ করে দিয়েছে আমাদের সমাজে ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই। এবং আমরাও এই ভেদাভেদের কোন আশ্রয় বা প্রশ্রয় দিবো না এই সমাজে।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, সম্প্রীতিময় একটি রাষ্ট্র। যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে। এমন কাজ শুধু সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে না, সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দেয়।