চলতি বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে বাংলাদেশের। তবে শুক্রবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই বললেই চলে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, '(সিরিজ স্থগিতের ব্যাপারে) আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।’
সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা ছাড়া চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ‘সিরিজটি ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। চলমান পরিস্থিতির জন্য ভারতের বাংলাদেশ সফর না করার ভালো সম্ভাবনা রয়েছে।
তবে কেন ভারত এই সফর থেকে পিছিয়ে যেতে পারে, সে বিষয়ে সে সূত্র বিস্তারিত কিছু জানাতে পারেনি।