
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে নারী ফুটবল লিগ শুরুর ঘোষণা দিয়েছে। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ শনিবার (১৩ ডিসেম্বর) জানান, ১৪ ডিসেম্বর থেকে দলবদল শুরু হয়ে ২৯ ডিসেম্বর লিগের পর্দা উঠবে। এবারের লিগে মোট ১১টি দল অংশ নেবে।
কিরণ জানান, দলবদল কার্যক্রম ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ৩১ জানুয়ারি লিগ শেষ হবে। স্বল্প সময়ের মধ্যে লিগ আয়োজনের কারণ হিসেবে তিনি জাতীয় দলের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় খেলার সূচির কথা উল্লেখ করেন।
এবারের লিগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, যাদের মধ্যে তিনজন একসঙ্গে মাঠে খেলতে পারবেন। এছাড়া, প্রতিটি দলে চারজন অনূর্ধ্ব-১৭ এবং চারজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। প্রথম একাদশে অনূর্ধ্ব-১৭ থেকে দুইজন ও অনূর্ধ্ব-২০ থেকে দুইজন খেলানো বাধ্যতামূলক।
পুল পদ্ধতিতে লিগ আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছে। ক্লাবগুলো তাদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় নিতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৩৫ জন এবং সর্বনিম্ন ২৩ জন খেলোয়াড় রাখা যাবে। লিগের সব ম্যাচ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।