গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস) এর সভাপতি নির্বাচিত হয়েছেন ।
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ) এর আহবায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল তোহা ইউনাইটেড মিডিয়া ফোরামের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তাঁকে অভিনন্দন জানান।
সংগঠন সম্পর্কে জানতে চাইলে মামুন জানান, ‘এটি একটি নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন। সংগঠনটি গণমাধ্যমকর্মীদের জন্য নিয়মিত আধুনিক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে, যাতে তারা প্রযুক্তিগতভাবে দক্ষ হয় এবং সাংবাদিকতার নতুন ধারায় নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে। পেশাগত দৃষ্টিকোণ থেকে গণমাধ্যমকর্মীরা যদি একে অপরের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করতে পারেন তবে তাদের কাজ আরও উন্নত হবে এবং বিভিন্ন ধরনের চাপ বা সমস্যা মোকাবেলা করা সহজ হবে। একইসঙ্গে, এটি সমাজের কাছে গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য এবং পেশাদারিত্বের একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে।’
তিনি আরো বলেন, ‘এই সংগঠনের দুস্থ, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যরা তাদের সন্তানের শিক্ষা, সন্তানের বিয়ে এবং তাদের অসুস্থতায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন।’
এই সংগঠনের সদস্য হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ‘গণমাধ্যম সংশ্লিষ্ট বা গণমাধ্যমে উৎসাহী যে কেউ সংগঠন কর্তৃক নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে সভাপতির নিকট আবেদন করে সদস্য হতে পারবেন।