
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার বিশ্ববিদ্যালয় চলতি শরৎকালীন সেমিস্টার থেকে ব্যাচেলর অব স্টাডিজ (বিএস) কোর্সে শিক্ষার্থী ভর্তির কম সংখ্যার কারণে ৯টি বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বন্ধ হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে:
- উন্নয়ন অধ্যয়ন
- ভূতত্ত্ব
- ভূগোল
- ইতিহাস
- সামাজিক নৃবিজ্ঞান
- পরিসংখ্যান
- লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ
- মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা
- গার্হস্থ্য অর্থনীতি
বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা বিভাগে মাত্র একজন, উন্নয়ন অধ্যয়ন, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণে দুজন করে, ইতিহাস ও ভূগোলে তিনজন করে, সামাজিক নৃবিজ্ঞানে ৫ জন, পরিসংখ্যানে ৭ জন এবং ভূগোলে ১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, যদি কোনও কোর্সে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ১৫ জনের কম হয়, তবে সেই ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই কারণে ওই ৯টি বিভাগ বন্ধ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অন্য বিভাগে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে মোট ৬৯টি বিভাগ রয়েছে, যেখানে সাধারণত প্রতিটি বিভাগে ৬০ জন করে শিক্ষার্থী ভর্তি হয়। তবে এবারে গণিত, রসায়ন, সামাজিক কাজ, উর্দু, পশতু, সাংবাদিকতা ও গণযোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিভাগেও শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে গেছে।
অন্যদিকে, ওষুধশাস্ত্র, ইংরেজি, মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, আইন, পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, অপরাধবিদ্যা ও ব্যবস্থাপনা বিজ্ঞানে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মনে করেন, শিক্ষার্থীরা বিষয় নির্বাচন করার ক্ষেত্রে পর্যাপ্ত নির্দেশনা ও পরামর্শ পাচ্ছে না। সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের মতো সাম্প্রতিক চালু হওয়া বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি কারণ এসব ক্ষেত্রে দেশ-বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অন্যদিকে, ভাষাভিত্তিক বিষয়গুলোর গুরুত্ব কমে যাওয়া শিক্ষার্থীদের আকর্ষণ কমানোর কারণ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তান