জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নেদারল্যান্ডসে কয়েক বছর ধরে ভিন্ন ধরনের এক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ‘টাইল হুইপিং’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শহরে থাকা বাড়ির পেছন বা আশপাশের ব্যক্তিগত জায়গায় কংক্রিটের টাইলস সরিয়ে বাগান করতে হয়। বিভিন্ন শহরকে সবুজ করতে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করছে ফ্রাংক লি নামের একটি সংস্থা।
২০২১ সালে প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করা হয় নেদারল্যান্ডসে। এক মাস ধরে চলা এই প্রতিযোগিতায় শহরের বাসিন্দাদের নিজ বাড়ির আশপাশে থাকা কংক্রিটের টাইলস খুলে গাছের বাগান করতে হয়। ধীরে ধীরে এ প্রতিযোগিতা নেদারল্যান্ডসের একটি জাতীয় খেলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রতিযোগিতার কারণে প্রতিবছর বিভিন্ন বাড়ির পেছনে বাগান তৈরি হচ্ছে। এর ফলে ধীরে ধীরে ধূসর কংক্রিটের টাইলসের জায়গা দখল করছে ঘাসসহ বিভিন্ন গাছ।
চলমান জলবায়ু সংকট মোকাবিলায় নাগরিকদের যুক্ত করতে এমন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে নেদারল্যান্ডসে। প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ফ্রাংক লি জানিয়েছে, যখন টাইলস ঘাস, ফুলের টব, গাছ ও বাগান দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন নেদারল্যান্ডস আরও জলবায়ুসহিষ্ণু হয়ে পোকামাকড় ও প্রাণীদের আবাস গড়ে দিচ্ছে। এতে শহর আরও আরামদায়ক, গরমের দিনে শীতল এবং আরও অনেক সুন্দর হয়ে উঠছে। আমরা ধূসর থেকে সবুজে ফেরত যেতে চাই। এমন প্রতিযোগিতা বাস্তবিক অর্থেই নেদারল্যান্ডসের চরম আবহাওয়ার কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখছে।
নেদারল্যান্ডসের সাম্প্রতিক সময়ের অনিয়মিত ও ভারী বৃষ্টি দেশের পয়োনিষ্কাশনব্যবস্থার ওপরে চাপ তৈরি করেছে। তবে প্রতিযোগিতার মাধ্যমে কংক্রিটের টাইলসের পরিমাণ কমে যাওয়ার কারণে পানি নিষ্কাশনব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে দেশটিতে।