নিষেধাজ্ঞ অমান্য করে প্রকাশ্যে বিক্রি করছেন জাটকা ইলিশ

নিজস্ব প্রতিবেদক , শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫






                                        
                                       

শরীয়তপুরের গোসাইরহাটের পৌর এলাকায় দাশের জঙ্গল মাছ বাজার। সেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে দুই থেকে চার ইঞ্চির জাটকা ইলিশ। প্রায় এক মাস ধরে এখানে ডাকের মাধ্যমে জাটকা বিক্রি হচ্ছে। তবে জাটকা বিক্রি বন্ধে উপজেলা টাস্কফোর্স ও মৎস্য অফিস এখনও কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। 

জানা যায়,প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জাটকা বিক্রি হচ্ছে দাশের জঙ্গল মাছ বাজারে। ব্যবসায়ীরা ডাকের মাধ্যমে মাছ কিনে বাজারে বসে বিক্রি করছেন। বরফ দিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়েও বিক্রি করছেন।

এছাড়াও প্রতিদিন দুপুর থেকে সন্ধা পর্যন্ত এই বাজারে ঘুরে ঘুরে জাটকা মাছ বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। জাটকা বিক্রি বন্ধে প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

স্থানীয় জেলে গান্ধি মালো বলেন, জেলেরা কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরেন। তারা সেই মাছ এই বাজারে বিক্রি করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, আমি এখন ঢাকায় আছি। ওই বাজারে জাটকা মাছ বিক্রি হয় এমন সংবাদ আমাদের কাছে আছে। ইউএনও স্যার এসিল্যান্ড স্যার ও জেলা মৎস্য কর্মকর্তা স্যারসহ আগামীকাল আমরা অভিযানের চিন্তা করছি।

গোসাইরহাট উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, বিষয়টি জেনেছি। খুব দ্রুতই অভিযান পরিচালনা করব।