ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নতুন বছর ২০২৬-এ এসে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, “ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়।”
আকাশী রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটার সময় প্রিয়াংকা নিজেকে আরও বেশি করে ক্যামেরার সামনে কথা বলার কথা বলেন। তিনি বলেন, ২০২৬ সালে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার কাছে সবচেয়ে বড় কাজ।
নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রিয়াংকা বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়ানো এবং টিকে থাকার পর আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।”
সূর্যাস্ত দেখিয়ে প্রিয়াংকা বলেন, “ওপারে সবসময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে।”