প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
দিলারা হানিফ পূর্ণিমা: কালো রঙের শাড়িতে লাস্যময়ী ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধতা
ঢালিউডের প্রখ্যাত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখন রুপালি পর্দায় কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা তাকে নতুন করে আলোচনায় এনেছে। নব্বইয়ের দশকের শেষের দিকে অভিনয় শুরু করা পূর্ণিমা দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। যদিও পর্দায় তার উপস্থিতি কমে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি প্রকাশ করে তিনি ভক্তদের ভালোবাসা পেয়ে চলেছেন।
সম্প্রতি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কালো শাড়িতে নতুন কয়েকটি ছবি শেয়ার করেন পূর্ণিমা। ছবিগুলোতে তিনি একদম ঝলমলে গহনার সঙ্গে কালো রঙের শাড়িতে অত্যন্ত সুঠাম ও লাস্যময়ী আবেদনে ধরা দিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’
এই পোস্টের পরই ভক্ত-অনুরাগীরা তার প্রতি প্রশংসা ও ভালোবাসায় ভরে দেন কমেন্ট বক্স। অনেকেই তার অপরূপ সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “আপনি এখনো আগের মতোই সুদর্শন।” আরেকজন মন্তব্য করেছেন, “বয়স বাড়েনি, বরং দিন দিন আরও সুন্দর হচ্ছেন।” কালো রঙের পোশাক তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন অনেকে।
দিলারা হানিফ পূর্ণিমার অভিনয় জীবন দীর্ঘ হলেও তিনি সব সময় তার পরিশীলিত উপস্থিতি ও অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। সামাজিক মাধ্যমে তার এই নতুন ছবি ও স্টাইল ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
প্রকাশিত সংবাদপত্রের অংশ