ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের ৯টি জেলা সফর করবেন। এই সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে নিহত জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অন্যতম।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের এই সফর ঘিরে দলের পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারেক রহমান নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণরূপে মেনে চলবেন।
সফরের প্রথম দিন তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরে বগুড়ায় পৌঁছাবেন। এরপর রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামেও তার সাংগঠনিক কর্মসূচি রয়েছে।
রাজনৈতিক মহলে এই সফরকে কেন্দ্র করে আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।