তদন্তে পাইলটদের আগেভাগেই দোষী ধরে নেয়া হচ্ছে, অভিযোগ দুই পাইলট সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক , মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫






                                        
                                       

ভারতে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহতের ঘটনায় পাইলটদের মানবিক ত্রুটিকে দায়ী করার দাবিকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে দেশের দুটি শীর্ষ পাইলট সংগঠন। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে বিমানটির ইঞ্জিনের ফুয়েল সুইচ বন্ধ থাকার তথ্য প্রকাশের পর এই বিতর্কের সূত্রপাত হয়।

শনিবার প্রকাশিত ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১-এর ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’ অবস্থায় সরানো হয়েছিল, যার কিছুক্ষণের মধ্যেই বিমানটি উচ্চতা ও গতি হারাতে শুরু করে এবং ভয়াবহভাবে বিধ্বস্ত হয়।

ককপিটের রেকর্ড করা অডিওতে শোনা যায়, এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করছেন, ‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’ অন্যজন জবাব দিচ্ছেন, ‘আমি করিনি।’ তবে কে প্রশ্ন করেছিলেন এবং কে উত্তর দিয়েছিলেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। দুর্ঘটনার ঠিক আগে ‘মেডে, মেডে, মেডে’ বার্তাটি কে পাঠিয়েছিলেন, সেটিও স্পষ্ট নয়।

 

প্রতিবেদন প্রকাশের পর কিছু স্বাধীন এভিয়েশন বিশ্লেষক দাবি করেন, পাইলটের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটির কারণেই সুইচগুলো বন্ধ হয়ে থাকতে পারে। এমনকি কিছু মহল থেকে পাইলটের আত্মহত্যার তত্ত্বও তোলা হয়।

তবে, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (আইসিপিএ) এক বিবৃতিতে বলেছে, ‘এই মুহূর্তে পাইলট আত্মহত্যা বা মানবিক ত্রুটির কোনো প্রমাণ নেই। কোনো ধরনের যাচাই ছাড়া এমন গুজব ছড়ানো নিহতদের পরিবার ও পাইলটদের প্রতি চরম অসম্মান।’

একইসঙ্গে, এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আলপা ইন্ডিয়া) জানিয়েছে, তদন্তে স্বচ্ছতার অভাব রয়েছে এবং যথাযথ বিশেষজ্ঞদের না রেখে তদন্ত এগিয়ে নেয়া হচ্ছে। আলপা ইন্ডিয়ার সভাপতি স্যাম থমাস বলেন, ‘তদন্তে পাইলটদের আগেভাগেই দোষী ধরে নেয়ার মনোভাব আমরা মানতে পারছি না।’

যুক্তরাষ্ট্রভিত্তিক এভিয়েশন বিশেষজ্ঞ জন কক্স জানিয়েছেন, বোয়িং ৭৮৭ বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ হঠাৎ ধাক্কায় নড়ে যায় না, এগুলো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে না সরালে সরানো সম্ভব নয়।

এদিকে, এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি সকলকে ‘অপেক্ষা করতে এবং ভিত্তিহীন জল্পনা এড়াতে’ আহ্বান জানান।

গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২৪২ যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে যান এবং মাটিতে থাকা আরও ১৯ জন নিহত হন।

  • বিমান
  • বিমান দুর্ঘটনা
  • ভারত