পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী বামাকোতেও যানবাহন চলাচল প্রায় বন্ধের মতো অবস্থা সৃষ্টি হয়েছে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশজুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের প্রধান রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে বামাকোর আশপাশে। এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে পড়েছে। সাধারণত জনবহুল বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ।
জ্বালানি সংকটের কারণে রাজধানীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে যেতে পারছেন না।
এদিকে, যুক্তরাষ্ট্র মালিতে ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা জারি রয়েছে।