গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৃহৎ জনসমর্থন রয়েছে। দেশের রাজনৈতিক দল ও নাগরিক সমাজ এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক দেশে অভ্যুত্থানের পর সংবিধান পরিবর্তন হয়েছে। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্রে সংবিধান সংস্কার স্পষ্ট হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর সিটি বাজারস্থ জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে। ফলে স্থানীয় সরকারের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছে। সরকারের প্রতি আহ্বান জানাবো আগামী বছরের জুন-জুলাই মাসে জাতীয় নির্বাচন হলে মার্চ-এপ্রিলের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত যেন তারা নেয়।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন সংক্ষিপ্ত পরিসরে সংস্কার করে নির্বাচন চাইলে ডিসেম্বরে এবং একটি বিস্তৃত হলে আরও ছয় মাস প্রয়োজন হবে নির্বাচন দিতে। আমি মনে করি শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য গণঅভ্যুত্থান হয়নি। সংস্কার কমিশন নানা প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে রাষ্ট্র সংস্কার নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে প্রকাশ করতে হবে। এরপর অধিকাংশ বাস্তবায়ন হলে সরকার নির্বাচনের পথে হাঁটবে।
আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করে মেরেছে। স্বাধীন রাষ্ট্রকে বিদেশী রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছিল, তাদের রাজনীতি করার নৈতিক ভিত্তি ও নৈতিক অধিকার নেই। এ দেশে তাদের কবর রচনা হয়েছে। আগামীতে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কিংবা জনগণ তাদের রাজনীতি করতে দেবে না। এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন রিপনসহ অন্যরা।