জিয়া সাইবার ফোর্সের বিবৃতি

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতির  বিবৃতি হুবহু তুলে ধরা হল:

জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে বিগত ২৩ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে এটিএন বাংলায় প্রচারিত নিম্নোক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয় –

এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করাই মূলতঃ আমাদের আজকের প্রেসনোটের মূল উদ্দেশ্য।
জিয়া সাইবার ফোর্স হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাকাল ২০১৫ ইং সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়া সাইবার ফোর্স তাদের মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অনলাইন এবং অফলাইন একটিভিটি সমূহে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং এজন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা নিপীড়ন নির্যাতন সহ নানাবিধ প্রতিবন্ধকতা-চড়াই উৎরাই পার করে আজকের এই অবস্থানে এসেছে। এমনকি ২৮ অক্টোবর ২০২৩ সালে বিএনপি ডাকা ০১ দফা আন্দোনলে জিয়া সাইবার ফোর্সের সক্রিয় ভূমিকা আছে। জুলাই বিপ্লব এবং আগস্টের গণঅভ্যুত্থানে জিয়া সাইবার ফোর্স রাজপথে সক্রিয় থেকে ফ্যাসিস্ট পতন ত্বরান্বিত করে। জিয়া সাইবার ফোর্সের এসকল কার্যক্রমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ওতপ্রোত সম্মতি ছিলো যার প্রমান পাবেন বিগত দিনে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির সংবাদ সমূহ থেকে। এরকম কিছু সংবাদের লিংক মেইলের সাথে সংযুক্ত করে দেয়া হলো।

অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করিতেছি যে ‘বিগত ০৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে স্বার্থান্বেষী ও দলছুট একটি গোত্র জিয়া সাইবার ফোর্স – জেড সি এফ নামক অনলাইন ভিত্তিক একটি সংগঠন করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । সংবাদে উল্লেখিত ‘শুভ পাঠান’ উক্ত সংগঠন তথা জিয়া সাইবার ফোর্স – জেড সি এফ এর আহবায়ক। তার সাথে আমাদের কোনরূপ সংশ্লিষ্টতা নেই।

এহেন পরিস্থিতিতে আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই-
‘জিয়া সাইবার ফোর্স – জেড সি এফ’ এর সাথে ‘জিয়া সাইবার ফোর্সের’ কোনরূপ সংশ্লিষ্টতা নেই এবং বর্তমানে কিংবা ভবিষ্যতে তাদের কোন নেতাকর্মী বা সংগঠন থেকে কৃত রাষ্ট্র বিরোধী বা সমাজ বিরোধী কোন অসামাজিক বা হিংসাত্মক বা শঠতা মূলক বা প্রতারণা মূলক কোন কর্মকান্ডের দায়ভার জিয়া সাইবার ফোর্স নিবে না।

সংবাদপত্র হচ্ছে দেশ ও জাতির কণ্ঠস্বর। তাই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সাবধান করে দিতে চাচ্ছি যেন তারা এই ব্যাপারে সতর্ক থাকে এবং যেকোন প্রতারণা মূলক বা হিংসাত্মক বা অসামাজিক কার্যক্রমের শিকার হওয়া থেকে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারে।

ধন্যবাদ।