জামায়াতের সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদন , বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫






                                        
                                       

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আগামী শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আসন্ন ‘জাতীয় সমাবেশ’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার আমরা যতটুকু ভোগ করতে পারছি এবং এখন জাতীয় সমাবেশ আয়োজনের সুযোগ পেয়েছি। ঐতিহাসিক এ সমাবেশ আয়োজনে দেশবাসী, মিডিয়া ও প্রশাসন যে সহযোগিতা করছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দাবিগুলো হলো- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার করা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত ফ্যাসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে যেন এই বিচার জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের জাতীয় সমাবেশের অন্যতম দাবি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রে কতগুলো অর্গান ও বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসী এই দাবি জানিয়ে আসছে। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা মানুষের সকল মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়ে দেশে কর্তৃত্ববাদী ও বর্বর শাসন চালিয়েছিল। এই কর্তৃত্ববাদী শাসন যেন আর তৈরি না হয়, সেজন্য ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল করা দরকার। জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনকে সহযোগিতা করে জাতিকে একটা ঐক্যে পৌঁছার ব্যাপারে অবদান রেখে যাচ্ছে।

কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে এমন দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আবারো নির্বাচনের নামে প্রহসন হবে, তা জনগণ কিছুতেই মেনে নিবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আমরা আগেই জানিয়েছি। আমাদের সমাবেশ থেকে এই দাবি আবারো জানানো হবে। আমরা মনে করি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সংসদে অভিজ্ঞ ও যোগ্য লোকদের যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। একটি কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হবে।

তিনি বলেন, আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারাদেশ থেকে সড়ক, নৌ এবং রেলপথসহ বিভিন্ন পথ দিয়ে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে প্রবেশ করবেন। এ কারণে নগরজীবনে একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দেশের কল্যাণের জন্যই কাজ করছি।

তিনি বলেন, জন দুর্ভোগ এড়ানোর লক্ষ্যে সমাবেশের জন্য আমরা নগরের সড়ক ব্যবহার করছি না। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • কাগজ
  • কাগজের পত্রিকা
  • জাতীয় কাগজের পত্রিকা
  • দৈনিক কাগজের পত্রিকা