জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল

নিজস্ব প্রতিবেদক , শনিবার, ২৩ আগস্ট, ২০২৫






                                        
                                       

দেশ বরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার এক শোকবাণীতে তিনি বলেন, আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।
শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুর দেড়টায় রাজধানী আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।