
সামাজিক মাধ্যমে জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়ে আলোচনা চলতেই থাকে। সম্প্রতি অভিনেত্রী ফারজানা চুমকি একটি ইউটিউব চ্যানেলে এসে তাদের ফটোশুট নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন।
চুমকি বলেন, রুনা খানের কিছু ছবি দেখে মনে হয়, এগুলো না করলেও পারতেন। তবে তিনি রুনার অভিনয়ের ভক্ত। জয়া আহসান প্রসঙ্গে তিনি বলেন, কিছু ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। জয়াকে সাধারণত শালীন একটি ইমেজে দেখতেই আমরা অভ্যস্ত।
সামাজিক মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন চুমকি। পরে ফেসবুকে তিনি প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো, ওর অভিনয়ের ভক্ত আমি। কাউকে আমি ছোট করে কথা বলিনি। আপনারা কেন এভাবে লেখেন? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
চুমকির এই মন্তব্য ও তার পরবর্তী প্রতিবাদ সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।