চুরি করতে গিয়ে মূল্যবান কোনও জিনিস না পেয়ে বাড়ির বউকে চুম্বন করে পালিয়ে গেল চোর! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে।
পুলিশ সূত্রে খবর, গত ৩ জানুয়ারি রাতের অন্ধকারে মালাডে একটি বাড়িতে চোর ঢোকে। বাড়িতে তখন একাই ছিলেন মহিলা। ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় চোর। মহিলা তখন ঘুমোচ্ছিলেন। ঘরের ভিতরে খুটখাট শব্দে ঘুম ভাঙতেই দেখেন সামনে একটি আবছায়া মূর্তি দাঁড়িয়ে। ভয়ে চিৎকার করার চেষ্টা করতেই কাপড় দিয়ে তাঁর মুখ শক্ত করে বেঁধে দেয় চোর।
পুলিশ জানিয়েছে, মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তাঁর কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর। কিন্তু মহিলা জানিয়ে দেন, কোনও কিছুই তাঁর কাছে নেই। চুরি করতে এসে মূল্যবান কোনও কিছু না পেয়ে হতাশ হয় সে। তার পর আচমকাই মহিলাকে চুম্বন করে দরজা খুলে চম্পট দেয়। চোরের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান মহিলা। পরদিন তিনি পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আর কেউ নন, মহিলারই এক প্রতিবেশী যুবক। তাঁর কোনও অপরাধের রেকর্ড নেই। পরিবারের সঙ্গে থাকেন। কর্মহীন। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করতেই গিয়েছিলেন, না কি অন্য কোনও উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে।