বরিশালের চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমামকে অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও নিয়োগ পরীক্ষার পুরো প্রক্রিয়াটি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরীক্ষার প্রশ্ন, ফলাফল ও পদ্ধতি নিয়ে নানান রকম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে বলা হয়, লিখিত পরীক্ষার ৪০ মিনিট নির্ধারিত সময় থাকলেও নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমামকে আরো অতিরিক্ত ৮ মিনিট সময় বেশি দেয়া হয়, যা নিয়মবহির্ভূত এবং বৈষম্যমূলক।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উঠে আসে। পরীক্ষার প্রশ্নপত্রটি নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমামের নিজের হাতের লেখা বলেও প্রমাণ পাওয়া গেছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমাম নিয়োগের আগের রাতে তার নিজ বাড়িতে নিয়োগ কর্মকর্তাদের নিয়ে এক ভূরিভোজের আয়োজন করে। যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি রক্ষার্থে এবং এদেশের সর্বজন শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর চরমোনাই মহোদয়কে প্রশ্নের ঊর্ধ্বে রাখার স্বার্থে এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনঃ নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান অভিযোগকারী।
