“গাজীপুর রোভার স্কাউটের ১১তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল”

গাজীপুরের প্রতিনিধি (মোঃ তানভীর সিদ্দিকী) , সোমবার, ২৪ মার্চ, ২০২৫






                                        
                                       

গাজীপুর জেলার রোভারের ১১তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ সম্পাদক পদপ্রার্থী এ্যাড. মো. আনোয়ার হোসেনের দোয়া প্রার্থনা

আগামী ৭ এপ্রিল ২০২৫ গাজীপুর জেলার রোভার স্কাউটের ১১তম তৈ বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ কাউন্সিলে গাজীপুর সিটি কলেজের রোভার লিডার ও গ্রুপ সম্পাদক, এ্যাড মো.আনোয়ার হোসেন জেলা রোভার সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর জেলার রোভারের ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্ব নির্বাচনের গুরুত্বপূর্ণ এই আয়োজনে জেলার বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়গন, গ্রুপ সভাপতি, রোভার লিডার ও কাউন্সিলরগণ উপস্থিত থাকবেন। এ্যাড. মো. আনোয়ার হোসেন রোভার স্কাউটের নীতি ও আদর্শকে সমুন্নত রেখে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি আত্মনির্ভরশীল, নেতৃত্বগুণ সম্পন্ন ও সেবামূলক মনমানসিকতা গড়ে তোলার একটি আন্দোলন। আমি বিশ্বাস করি, সকলে যদি আমাকে সমর্থন ও দোয়া করেন , তাহলে আমি এ সংগঠনের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো” ইনশাআল্লাহ।

আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে রোভার স্কাউট সদস্য এবং কাউন্সিলদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, জেলা সকল কাউন্সিলরা বাংলাদেশ স্কাউটস ও রোভার অঞ্চলের নির্দেশনা অনুযায়ী তরুণ নেতৃত্বে দিকেই মত প্রকাশ করেছেন। এই আয়োজন সফলভাবে সম্পন্ন হলে গাজীপুর জেলা রোভার স্কাউট আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • আজকের খবর
  • কাগজ
  • কাগজের পত্রিকা
  • গাজীপুর জেলা রোভার
  • গাজীপুরের খবর
  • জাতীয় কাগজের পত্রিকা
  • বাংলাদেশ স্কাউটস