গাজীপুরে মহান স্বাধীনতা দিবস পালন

গাজীপুরের প্রতিনিধি , বুধবার, ২৬ মার্চ, ২০২৫






                                        
                                       

গাজীপুর, ২৬ মার্চ: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর জেলার শহীদ বরকত স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সার্বিক সেবায় নিয়োজিত ছিল বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা রোভার স্কাউট। তারা কুচকাওয়াজ, শৃঙ্খলা রক্ষা ও অতিথিদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিকেলে আয়োজিত আলোচনা সভায় মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, “স্বাধীনতার চেতনা লালন করে আমাদের সবাইকে দেশগঠনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ কনসার্ট ও আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পন্ন হয়।