গল টেস্ট: ধৈর্য, পরিশ্রম আর উদযাপনের প্রথমদিন

স্পোর্টস ছবি , শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫






                                        
                                       

টেস্টে দ্বাদশ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে যা তার চতুর্থ এবং গলে দ্বিতীয় সেঞ্চুরি।

মুশফিক ৯৭ টেস্টের ক্যারিয়ারে শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন।

আগের ১৩ ইনিংসে ফিফটি ছিল না মুশফিকের। গলে ১৭৬ বলে করা সেঞ্চুরিতে বাউন্ডারি থেকে রান মাত্র ২০। বাকি রান ডাবল-সিঙ্গেলে নিয়েছেন তিনি।

শান্ত তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন। ২০ ইনিংস পরে পাওয়া তার সেঞ্চুরি প্রায় ১ বছর ১৭ মাস পর। উদযাপনও তাই বাধ ভাঙা।