জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত কয়েকদিনে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে গুঞ্জন চাউর হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গণঅধিকার পরিষদ আর এনসিপি একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে ‘হ্যাঁ’ বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কথাবার্তা চলছে; আমরা সম্মত হয়েছি। কী প্রক্রিয়ায় আসবে, এটা পলিসিগত জায়গা। আদর্শগত বিষয় স্পষ্ট করেছি। কয়েকটা আসন বা দেনাপাওনার বিষয় না; আদর্শিক লড়াই রয়েছে।’
নাসিরুদ্দীন বলেন, ‘১৫ বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু কী প্রক্রিয়ায় এটা হবে, সে বিষয়ে এখনো কথাবার্তা চলছে, ফাইনালি জানাব।’
গণঅধিকার পরিষদ যদি এনসিপির সঙ্গে একত্রিত হয়, তাহলে কোন প্রতীক থাকছে- এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, ‘দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির অধীনে আরও অনেক দল আসছে। এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।’