যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ-২০২৬ নামের একটি বৃত্তিতে আবেদন চলছে। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তির মেয়াদ দুই বছর।
সুযোগ-সুবিধা—
*নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি আর্থিক সহায়তা পাবেন
*আবাসন ও ভ্রমণ ভাতাও মিলবে
*বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে
ইন্টার্নশিপের সুযোগ
সফল স্কলারদের বুস্টানি ফাউন্ডেশনের সঙ্গে দুই মাসের ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। এটি অবৈতনিক একটি প্রকল্প। এই ইন্টার্নশিপের মাধ্যমে অন্যান্য ফাউন্ডেশনের কার্যক্রম ও তাদের অংশীদারদের সঙ্গে সেতুবন্ধের সুযোগ তৈরি করবে। তবে ইন্টার্নশিপের খরচ ফাউন্ডেশন বহন করবে।
আবেদনের যোগ্যতা
*এমবিএ ডিগ্রির জন্য আবেদনে বিবিএ ডিগ্রি থাকতে হবে
*প্রার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে
*বৃত্তিতে লেবানিজ বংশোদ্ভূত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
আবেদনের প্রয়োজনীয় তথ্য
*কারিকুলাম ভিটা (সিভি)
*গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষার (জিম্যাট) স্কোর
*এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ ই-মেইল করতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এ ছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে এন্ট্রাপ্রেনিউরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ—
১৫ মে, ২০২৬
সুইজারল্যান্ড ও মোনাকোভিত্তিক বোস্তানি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। নাবিল বোস্তানি ও তাঁর ছেলে ফাদির হাত ধরে এ ফাউন্ডেশনের পথচলা শুরু। এর আগে ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৭ সাল থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া হয়। এরপর ২০০৬ সালে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে বোস্তানি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি দেওয়া হচ্ছে।