কলম্বিয়ায় পীতজ্বরের প্রাদুর্ভাব, জরুরি স্বাস্থ্য অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক , শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫






                                        
                                       

কলম্বিয়ায় পীতজ্বর বা ইয়েলো ফিভার সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৬ এপ্রিল) দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে।

এই রোগের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং ভাইরাসটি এখন গ্রামীণ অঞ্চল ছাড়িয়ে পড়ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো জানিয়েছেন, গত বছর থেকে এবছর পীতজ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তখন থেকে অন্তত ৭৪ জন মানুষ আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে সরকারের কাছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পাশাপাশি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, যারা টিকা নেননি, তারা ইস্টারে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায়, বিশেষ করে কফি চাষে অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।

সূত্র : রয়টার্স

  • কলম্বিয়া
  • পীতজ্বর
  • ভাইরাসজনিত রোগ